আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রবীন্দ্র নাথের ভাবধারা বিকাশে অগ্রণী ভুমিকা নেওয়ার আহ্বান জানালেন মেয়র ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালনের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার রবীন্দ্র কাননে রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনারানি সরকার, রাজ্যের তথ্য সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চ্যায়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননে শিশুদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত প্রভাতি কবি প্রনাম অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র তাঁর বক্তব্যে বলেন ভারতের স্বাধীনতার আগেও যেমন রবিন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক ছিলেন তেমনি স্বাধিনোত্তর ভারতেও তিনি সমান প্রাসঙ্গিক। তাঁর চিন্তা চেতনা ভাবধারা সম্পর্কে যত বেশি চর্চা করা যায় ততই সমৃদ্ধ হওয়া যায়। পাশাপাশি সরকারের সাথে সকলকে রবীন্দ্রনাথের ভাবধারা বিকাশে অগ্রণী ভুমিকা নেবার আহ্বান জানান তিনি। 

    Akb tv news 

    09.05.2025

    3/related/default