আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাওবাদী হিংসা সম্পূর্ণ নির্মূল হওয়া এখন মাত্র সময়ের অপেক্ষা।l প্রধানমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    বিহারের কারাকাটে এক ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৮,৫২০ কোটির টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন। এই উপলক্ষে তিনি জানান, “মাওবাদী হিংসা সম্পূর্ণভাবে নির্মূল হওয়া এখন সময়ের অপেক্ষা। তিনি জানান, পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসীদের গোপন ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। “এটাই নতুন ভারত – দৃঢ় সংকল্প, অটল প্রতিশোধের ভারত,” । প্রধানমন্ত্রী বলেন ২০১৪ সালের আগে দেশে ১২৫টির বেশি জেলা ছিল নকশাল আক্রান্ত। আজ তা কমে এসেছে মাত্র ১৮ জেলায়। তিনি বলেন, “আমরা শুধু রাস্তা তৈরি করছি না, কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছি। আজকের দিনে বিহারে যেসব উন্নয়ন প্রকল্প রূপ নিচ্ছে, তার ফলস্বরূপ যুব সমাজ মূলস্রোতে ফিরছে।” তিনি উল্লেখ করেন, “মাওবাদীরা যারা বাবাসাহেব আম্বেদকরের সংবিধানে বিশ্বাস করত না, তারা বিহারের দুর্গম এলাকায় হাসপাতালে আগুন লাগাতো, স্কুল ধ্বংস করতো। আজ সেই চিত্র বদলেছে।” 

    Akb tv news 

    30.05.2025

    3/related/default