আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিকশিত ভারত প্রতিটি ভারতীয়ের লক্ষ্য ll প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী llAKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    এবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, টিম ইন্ডিয়ার মতই কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্য পূরণই অসম্ভব নয়।শনিবার ছিল নীতি আয়োগের দশম পরিচালন পরিষদের বৈঠক। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী । বৈঠকে উন্নয়নের গতি বাড়ানোর উপর জোর দেন তিনি। এক্স হ্যান্ডেলে নীতি আয়োগের পোস্টে জানা গিয়েছে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র এবং সমস্ত রাজ্য একজোট হয় এবং টিম ইন্ডিয়ার মত একসঙ্গে কাজ করে, তাহলে কোনও লক্ষ্য পূরণই অসম্ভব নয়।” নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকের থিম ছিল “বিকশিত রাজ্য বিকশিত ভারত@২০৪৭”। প্রধানমন্ত্রী বলেন, “বিকশিত ভারত প্রতিটি ভারতীয়ের লক্ষ্য। যখন প্রতিটি রাজ্য বিকশিত হবে, তখন ভারতও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী জানান।


    Akb tv news 

    24.05.202

    3/related/default