আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব
ছোট ঘাসফুলের জন্য
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্য
আমি হয়তো মারা যাব,
চৈত্রের বাতাসে উড়ে যাওয়া
একটি পাপড়ির জন্য,
একটিফোটা বৃষ্টির জন্য।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব
খুব ছোট একটা স্বপ্নের জন্য
খুব ছোট দুঃখের জন্য,
আমি হয়তো মারা যাব।
কারোর ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য
একফোঁটো সৌন্দর্যের জন্য।
- রশ্মিতা দত্ত
নবম শ্রেণি
ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা সাহিত্য
২৪মে,২০২৫