আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ। গত চার বছরের নিরিখে এটাই সবচেয়ে ধীরগতির বৃদ্ধি। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের তরফে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-২৫ সালের রিয়েল জিডিপি ৬.৫ শতাংশ। অন্যদিকে নামমাত্র জিডিপি ৯.৮ শতাংশ। যদিও পূর্বাভাস ছিল তা ৯.৯ শতাংশ হবে। এদিকে সারা বছরের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি ৭.৪ শতাংশ ছিল। যা বছরের বাকি ত্রৈমাসিক হিসেবের তুলনায় সবচেয়ে দ্রুতগামী। তবে এহেন পরিস্থিতিতেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতির মধ্যেই রয়ে গিয়েছে।

    Akb tv news 

    30.05.2025

    3/related/default