আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে নয়া অফার মার্কিন প্রেসিডেন্টের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে নতুন পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়, অবৈধবাসীরা যদি স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যান সেক্ষেত্রে তাদের এক হাজার ডলার করে দেবে সরকার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ হাজার টাকা। স্বেচ্ছায় না গেলে এবং পরবর্তী সময়ে ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।সোমবার হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তরফে এই সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘যে কোনও অবৈধ অধিবাসী যদি সিবিপি হোম নামের অ্যাপে সরকারকে জানান তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তা হলে তাঁর পাশে দাঁড়াবে সরকার। সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী আটক করবে না। নির্বাসন তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়া হবে। এর পাশাপাশি প্রশাসনের তরফে তাঁকে দেশে ফিরে যাওয়ার জন্য অগ্রিম ১০০০ ডলার দেওয়া হবে।’ এই প্রসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোম জানান, “আপনি যদি অবৈধভাবে আমেরিকায় বসবাস করেন ও গ্রেপ্তারি এড়াতে চান, তাহলে এটাই একমাত্র উপায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সিবিপি অ্যাপের মাধ্যমে অবৈধবাসীদের দেশে ফিরতে আগাম অর্থও দিচ্ছে সরকার।”   


    Akb tv news  

    06.05.2025

     

     

     


    3/related/default