আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে একটা দুর্ভিক্ষের মত চলছে ।। বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিক দে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আমাদের রাজ্যে একটা দুর্ভিক্ষের মত চলছে। পুরোপুরি দুর্ভিক্ষ নয়, তবে বলতে পারি দুর্ভিক্ষের কাছাকাছি। কাজ নেই, খাদ্য নেই, এনিয়ে যখন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচী নিয়ে রাস্তায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে, ভিলেজ কমিটিতে যাচ্ছে। তাদের দাবি গুলি নিয়ে উপস্থিত হচ্ছে। রেগার দাবিতে যাচ্ছে, টুয়েপের দাবিতে যাচ্ছে, গিয়ে বলছে যে, আমাদের কাজ দাও, খাবার দাও। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল যে, উৎসবের আগে কাজ করিয়ে তাদেরকে টাকা দেওয়া হয় নি। এখনো অধিকাংশ ব্লকে তাদের অর্থ তারা পায় নি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সিপি আই এম বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিক দে। এদিন সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্ব রনজিৎ দেব্বর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সিপি আই এম বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিক দে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।  


    Akb tv news 

    02.05.2025



    3/related/default