আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ভারত সরকার বদ্ধপরিকর।l প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    কাশ্মীরের পহেলগামে হামলাকারী ইসলামিক সন্ত্রাসবাদীরা কোন ভাবেই ছাড় পাবে না। আরও একবার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ভারত সরকার বদ্ধপরিকর। শনিবার ভারত-অ্যাঙ্গোলা দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলনেও প্রধানমন্ত্রীর কথায় উঠে এল পহেলগাম জঙ্গি হামলা প্রসঙ্গ। গত ২২শে এপ্রিল দুপুরে কাশ্মিরের পহেলগাম রিসোর্টে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়। জঙ্গিরা শুধু হিন্দুদের চিন্হিত করে হত্যা করে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারত সরকার। এই ঘটনায় আরও একবার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ভারত সরকার বদ্ধপরিকর।শনিবার ভারত-অ্যাঙ্গোলা দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর কথায় উঠে এল পহেলগাম জঙ্গি হামলা প্রসঙ্গ।বর্তমানে ভারতে রয়েছেন অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেন্সু। এদিন তাঁকে পাশে বসিয়েই প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় শত্রু। আমরা সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।” একই সঙ্গে পহেলগাম হামলার পর যেভাবে অ্যাঙ্গোলা ভারতের পাশে দাঁড়িয়েছে, সেজন্য সেদেশের প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার ইঙ্গিত দিচ্ছেন, সন্ত্রাস দমনে চেষ্টার কোনও কসুর ভারত সরকার ছাড়বে না। হামলার দুদিন বাদেই বিহারের এক সভা থেকে তিনি বলে দেন, মুখ বুঝে সন্ত্রাস সহ্য করার দেশ ভারত নয়। জঙ্গিদের শনাক্ত করে, খুঁজে বের করে শাস্তি দেবে সরকার। “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক, তাদের খুঁজে বের করে মারবে ভারত।” শুধু তাই নয়, যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, যারা আড়াল থেকে সাহায্য করে, তাদের যেটুকু অস্তিত্ব অবশিষ্ট আছে, সেটাও গুঁড়িয়ে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়ে দেন।



    Akb tv news 
    03.05.2025


    3/related/default