আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্তান প্রসবের পরদিন এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    একদিন আগে সন্তানের জন্ম। পৃথিবীর আলোও ভাল করে দেখে নি সে। নিজের জন্মদাত্রী মায়ের মুখ দেখা তো দূর অস্ত। এরই মধ্যে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল জন্মদাত্রী মা। এই বেদনাদায়ক চিত্র সামনে আসল বৃহস্পতিবার আগরতলার জি বি হাসপাতাল থেকে। জানা যায় আগরতলা দক্ষিণ ইন্দ্রনগরের বাসিন্দা সন্তান সম্ভবা গৃহবধূ প্রিয়াঙ্কা রায়কে গত মঙ্গলবার আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার যথারীতি এই গৃহবধূর সন্তান পৃথিবীর আলো দেখে। কিন্তু একদিন যেতে না যেতেই হঠাৎ গৃহবধূর শারীরিক সমস্যা দেখা দেয় এবং বৃহস্পতিবার সে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেয়। এই ঘটনায় গৃহবধূর পরিবারের লোকরা জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসক ও নার্সের গাফিলতিকে দায়ি করছেন। এদের বক্তব্য যেখানে বুধবার রাত্র পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল সে জায়গায় রাত্র গড়াতে না গড়াতেই এই করুন পরিণতি। স্বভাবতই হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এদিকে গৃহবধূকে তাঁর শ্বশুর বাড়িতে আনা মাত্রই এলাকায় শোকের ছায়া নেমে আসে।


    Akb tv news 

    08.05.2025

    3/related/default