আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মত বিনিময় সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার দক্ষিণ গোকুলনগর ADC ভিলেজের চিন্তা কুমার মৌসুম পাড়ায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন রাজ্যের উপজাতি কল্যান দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সভায় স্থানীয় নাগরিকেরা নিজেদের দীর্ঘদিনের অভাব-অভিযোগ তুলে ধরেন মন্ত্রীর সামনে।সভা শেষে মন্ত্রী সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং প্রত্যক্ষ করেন যে, এলাকার বহু কৃষিজমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। কৃষকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জানা যায়, এই জমি গুলি পতিত পড়ে থাকার প্রধান কারণ তাদের আর্থিক অক্ষমতা ও প্রয়োজনীয় সহায়তার অভাব।পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মন্ত্রী আশ্বাস দেন যে, কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার খুব শীঘ্রই বিশেষ আর্থিক সহায়তা ও চাষাবাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

     

    akb tv news

    25.05.2025


    3/related/default