আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “আইন শৃঙ্খলা রক্ষা করা কেবল পুলিশের একার কাজ নয়''।। ডিজিপি অনুরাগ ধ্যানকর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার কৈলাসহর মহকুমার জেলা পুলিশ সুপার অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক আইপিএস অনুরাগ ধ্যানকর। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রায়, জেলা ও মহকুমা পুলিশ আধিকারিক, থানা গুলোর ভারপ্রাপ্ত আধিকারিক এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডিজিপি অনুরাগ ধ্যানকর। তিনি জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর প্রথম ঊনকোটি জেলা সফর হলেও পূর্বে বহুবার তিনি এই জেলায় এসেছেন।“আইন শৃঙ্খলা রক্ষা করা কেবল পুলিশের একার কাজ নয়; এটি সাধারণ নাগরিকদের সহযোগিতাতেই সম্ভব।সেই সঙ্গে তিনি সকল স্তরের মানুষের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।


    akb tv news

    25.05.2025

    3/related/default