নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার সকালে গুজরাটের ভুজ এয়ারবেসে যান
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের
পর সেনা বাহিনীকে শুভেচ্ছা বার্তা দিতে সীমান্ত এলাকাগুলিতে সফর করেন তিনি। ভুজে
দাঁড়িয়ে রাজনাথ সিং বলেন, “আইএমএফ পাকিস্তানকে অর্থ সাহায্য করছে মানে পরোক্ষ ভাবে
সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে।” উনার সাফ কথা, “পাকিস্তানকে যে কোনও ধরনের
সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করা। ওরা সন্ত্রাসবাদী
পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকেও অর্থ সাহায্য ঘোষণা করেছে। ভারত চায়,
নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থভাণ্ডার।”পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে অনেক আগেই। গত কয়েক বছর ধরে আইএমএফের ঋণের উপর টিকে রয়েছে
পাকিস্তান। সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের আইএমএফের কাছে যায়
ইসলামাবাদ। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য
স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে।
Akb tv news
16.05.2025