আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় বীর সেনারা 'অপারেশন সিঁদুরে'র' সফল রূপ দিয়েছে ।। মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,

    পাকিস্তানকে যোগ্য জবার দিয়েছে ভারতীয় বীর সেনারা অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে। অপারেশন সিঁদুর'-এর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। দেশের সর্বত্র ভারতীয় বীর সেনাদের জয়জয়কার। অপারেশন সিঁদুর'-এর সাফল্যে বুধবার রাজধানীর রাজপথে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয় শাসক দল বিজেপি’র তরফ থেকে। রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে আয়োজিত বর্ণাঢ্য শোভা যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী ও দলের মুখ্য,প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সমাজের সকল অংশের মানুষ এই রেলিতে অংশ নেন। উপস্থিত ছিলেন জিমনাষ্ট দীপা কর্মকার সহ কচি-কাঁচারা। রেলিতে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, গত ২২শে এপ্রিল পহেলগামে যেভাবে আমাদের নিরীহ পর্যটকদের পাক মদত পুষ্ট জঙ্গিরা হত্যা করেছে , সেটাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় বীর সেনারা অপারেশন সিঁদুর'-এর সফল রুপ দিয়েছে। সেই বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য ভিত্তিক রেলি করা হয় বলে তিনি জানান। এদিন রেলিতে জন সাধারনের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।  


    Akb tv news 

    14.05.2025

     


    3/related/default