আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে সপ্তাহব্যাপী রবীন্দ্র উৎসব পালিত ।। আরশিকথা ত্রিপুরা সংবাদ

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ১৬৪ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের সনামধন্য ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির স্কুলে অন্যান্য বছরের মতো সপ্তাহব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে সাড়ম্বরে রবীন্দ্র উৎসব পালিত হল।

    গত ২ রা মে বিদ্যালয়ের অধ্যক্ষা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের শুভ সূচনা হয়েছিল। এই সাতদিনে প্রাত বিভাগ ও দিবা বিভাগ মিলিয়ে বিভিন্ন বিভাগে একক নৃত্য, আবৃত্তি, একক সংগীত, দ্বৈত নৃত্য, ফিউশন ডান্স, আকস্মিক বক্তৃতা, ক্যানভাস পেইন্টিং প্রভৃতি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিপুল সাড়া পরিলক্ষিত হয়। উল্লেখ্য এই সমস্ত প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের সাহিত্য-সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা।

    সপ্তাহব্যাপী রবীন্দ্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ৯ ই মে বিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম অডিটোরিয়ামে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম। অধ্যক্ষা শিক্ষার্থীদের রবীন্দ্র চর্চায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি রবীন্দ্রনাথের গানের চিরন্তন আবেদনের কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে। এদিন বিশেষ অতিথি হিসেবে প্রাতবিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী শুভাশিস চৌধুরী এবং দিবা বিভাগে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অজন্তা বর্ধন রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান তথা প্রাক্তন আইএফএস দেবাশিস চক্রবর্তী। উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি বিদ্যালয়ের সর্বত্র সুনাম, শৃঙ্খলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
    অনুষ্ঠানে রাবিন্দ্রিক ভাবগাম্ভীর্যে সংগীত, নৃত্য,  গীতিআলেখ্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আয়োজনের শেষে বিদ্যালয়ের অনুষ্ঠান সমন্বয়কারী শিক্ষিকা মালা দেব চৌধুরী সকলকে ধন্যবাদজ্ঞাপনের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৯ই মে ২০২৫
     

    3/related/default