ভারত-পাক সীমান্তে চরম উত্তেজনা নিয়ে সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।। AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধি,

ভারত-পাক সীমান্তে চরম উত্তেজনা বিরাজমান। সেক্ষেত্রে এই দু’দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা যত বাড়ছে, দিল্লিতে ততই বাড়ছে তৎপরতা। শুক্রবারের পর শনিবার সকাল থেকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। এদিন সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আলাদা করে কথা বললেন সেনা সর্বাধিনায়কের সঙ্গে। এদিন দুপুরে প্রথমে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। সীমান্তের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রীকে জানান তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনার প্রধান, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।


Akb tv news  

10.05.2025

 

3/related/default