আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক গুরু সদগুরু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আধুনিক সমাজে মানব চেতনাকে উন্নত করা ও পরিবেশ রক্ষার কাজে অসামান্য অবদানের জন্য গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হয়েছে ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা  আধ্যাত্মিক গুরু সদগুরুকে। কানাডা ইন্ডিয়া ফাইন্ডেশন এই সম্মানে ভূষিত করেন সদগুরুকে। বিশ্বব্যাপী নিজের কাজের দ্বারা ছাপ ফেলেছেন এমন ভারতীয়দের প্রতি বছর এই সম্মান প্রদান করা হয়। ২০২৪ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল এই পুরস্কারটি পেতে চলেছেন সদগুরু। এবার আনুষ্ঠানিকভাবে টরন্টোতে ইন্দো-কানাডিয়ান নেতা, উদ্যোক্তা এবং সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে সিআইএফ চেয়ারম্যান রিতেশ মালিক এবং জাতীয় আহ্বায়ক সুনীতা ব্যাস এই সম্মান এবং পুরষ্কার সদগুরুর হাতে তুলে দেন।

    akb tv news 

    26.05.2025

     


    3/related/default