আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘এবার সব ক্যামেরার সামনে করেছি যেন কেউ প্রমাণ চাইতে না পারে’ ।। 'অপারেশন সিঁদুর' নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    চলতি মাসে অপারেশন সিঁদুরের সাফল্যের পর সোমবার প্রথমবার গুজরাট সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের রাজ্যের একাধিক এলাকায় কর্মসূচি রয়েছে তাঁর। সোমবারের পর মঙ্গলবারও নিজ রাজ্যে জনসভা করেন তিনি। গান্ধীনগরের সেই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “ভারত হল সাহসীদের জন্মভূমি। এতদিন ধরে যেটাকে ছায়াযুদ্ধ বলে ধরা হত, গত ৬ই মে’র পর থেকে সেটা আর বলা যাবে না। কারণ পাকিস্তানে যেসব জঙ্গি নিকেশ হয়েছিল তাদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। কফিনের উপর পাক পতাকা রেখে স্যালুট করেছিল সেনা। তাই ছায়াযুদ্ধ নয়, এটা পুরোপুরি পরিকল্পিত হামলা।” তিনি বলেন, “মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ৯টি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এবার পুরোটাই ঘটেছে ক্যামেরার সামনে, যেন ঘরে ফিরে আসার পর আর কেউ প্রমাণ চাইতে না পারে।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য মূলত বিরোধীদের খোঁচা, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। প্রসঙ্গত, ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন আসছিল।  অনেকেই প্রশ্ন তুলছিলেন, আদৌ এই ধরনের কোনও স্ট্রাইক হয়েছে কিনা? কেউ প্রশ্ন তুলছিলেন, যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে বায়ুসেনা নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কিনা? এয়ার স্ট্রাইকে পাকিস্তানের আদৌ কোনও ক্ষয়ক্ষতি কিনা বা কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় বায়ু সেনাকে। একাধিকবার প্রশ্ন উঠেছে, বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ কোথায়? অপারেশন সিঁদুরের পর এমন প্রশ্ন তোলার সুযোগ পাবে না ‘ঘর’ অর্থাৎ দেশের অন্দরের কোনও শক্তি, এমনটা জানালেন প্রধানমন্ত্রী।

    akb tv news 

    27.05.2025


    3/related/default