আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিক্ষা দফতরে প্রায় ২০,০০০ শূন্যপদ খালি।। জিতেন্দ্র চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যে প্রায় অর্ধ লক্ষাধিকের উপর শূন্য পদ খালি। মরু ভূমিতে ছিটে ফোটা জল ছিটাচ্ছে সরকার। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, শিক্ষা দফতরে প্রায় কুড়ি হাজার শূন্যপদ খালি। গত কয়েকদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে। তখন আমাদের বিধায়করা খুব বুদ্ধি করে একটি একটি দফতর করে শূন্যপদ কত চেয়েছে। আর তাতে দেখা গেছে ৫১ হাজারের বেশি শূন্যপদ বেরিয়েছে। তারপরও ১৮-১৯টি দফতরের তথ্য এখনো হাতে আসেনি বলে তিনি জানান। 


    Akb tv news 

    04.05.2025

     

    3/related/default