নিজস্ব প্রতিনিধি,
আগরতলার চাঁনমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর সোমবার সেখানে ছুটে যান সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা চাঁনমারি এলাকায় কৃষ্ণ দেবানথের ১১ বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং ৯ বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘটে। রবিবার বাড়ির পাশে নির্মাণ কাজে ব্যবহৃত ছোট গর্ত থেকে তাঁদের মৃতদেহ ভেসে ওঠে। যদিও সোমবার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গিয়েছেন তিনি। কিন্তু গিয়ে দেখা গিয়েছে তাঁদের মা বাবা জিরানিয়া নিজেদের বাসভবনে চলে গেছেন। পাশাপাশি, এদিন তিনি মৃত দুই শিশুর পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
Akb tv news
19.05.2025