আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শবরীমালা দর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শবরীমালা দর্শনে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে দেশের অস্থির পরিস্থিতিতে উদ্বেগের কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাম্পার বেস ক্যাম্প থেকে পায়ে হেঁটে ভ্রমণ করবেন নাকি পাহাড়ি রাস্তা ধরে বিখ্যাত শবরীমালা মন্দিরে যাবেন তা এখনও জানা যায়নি। রাষ্ট্রপতির এই সফরের বিষয়টির নজরদারিতে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ।সোমবার রাষ্ট্রপতির শবরীমালা সফর নিশ্চিত করেছেন ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ডের প্রধান পি এস প্রশান্ত। তিনি জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে এই সফরের কথা নিয়ে আলোচনা চলছিল। এবার নিশ্চিত যে রাষ্ট্রপতি শবরীমালা দর্শনে আসছেন। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কর্মসূচি পায়নি বলে তিনি জানান।  


    Akb tv news  

    05.05.2025


    3/related/default