নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার মুঙ্গিয়াকামিতে দলীয় কর্মকর্তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা । এদিন তিনি দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মন্ত্রী জানান, বর্তমান বিজেপি সরকার জনমুখী বিভিন্ন প্রকল্প গ্রহণ করে মুঙ্গিয়াকামি এলাকাকে অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে। বর্তমান সরকার জনগণের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে পরিকল্পিতভাবে কাজ করছে।"তিনি আরও জানান, মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি এডিসি ভিলেজের অর্থনৈতিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী রাবার প্রকল্পের মাধ্যমে রাবার চারা বিতরণ করা হবে। প্রতি গ্রামে ১০০ জন করে সুবিধাভোগীকে এই চারাগুলি প্রদান করা হবে। পাশাপাশি কৃষি ও উদ্যানপালন দপ্তরের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন রাজ্য সরকার চায় জনগণের সার্বিক বিকাশ। যাতে তারা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে।
Akb tv news
,19.06.2025