Type Here to Get Search Results !

বাংলায় মহিলারা একেবারেই নিরাপদ নয় ll সাংসদ বিপ্লব কুমার দেব ll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

সোমবার কলকাতায় গেল বিজেপি'র ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যে টিমের অন্যতম সদস্য হলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। কলকাতার কলেজে ছাত্রী গণধর্ষণ কাণ্ডের তদন্তের জন্য এই কমিটি গড়েছে বিজেপি'র শীর্ষ নেতৃত্ব।এদিন কলকাতা বিমান বন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিম বঙ্গে একের পর এক ধর্ষনের ঘটনা ঘটে চলছে। মেডিকেল কলেজে ধর্ষনের ঘটনা ঘটেছে। ‘ল’ কলেজে ধর্ষনের ঘটনা ঘটেছে। বাংলাতে মহিলারা সুরক্ষিত না। ‘ল’ কলেজেই মেয়েরা সুরক্ষিত না। একটা ‘ল’ স্টুডেন্ট, সে পড়ে উকিল হবে। এরপর অন্যের জন্য লড়াই করতে শিখবে। সেই মেয়েকেই ধর্ষণ করা হয়। বাংলায় মহিলারা একেবারেই নিরাপদ নয় বলে তিনি জানান।

Akb tv news 
30.06.2025