নিজস্ব প্রতিনিধি,
সোমবার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে "EMERGENCY"র কালো দিনের উপর "Mock Parliament” কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য, দলের সাধারন সম্পাদক ভগবান দাস ও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা খুব সহজেই অনেক সময় অনেক কিছু ভুলে যায়। এই বিশেষ ক্ষমতা হয়তো ভগবানই আমাদেরকে দিয়েছে, যে দুঃখের দিন গুলি যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কারন দুঃখ যদি মানুষের মধ্যে সব সময় থাকে তাহলে ওই মানুষের জীবিত থাকার ক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়ায়। ১৯৭১ সালে আমাদের পঞ্চম পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। এই পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের কারনেই ইমারজেন্সি দেওয়া হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানান।
Akb tv news
30.06.2025