আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসংবাদিত নাম ll মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট’ সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে। দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসংবাদিত নাম। ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস্ অ্যাওয়ার্ড, ২০২৫ অনুষ্ঠানে শনিবার একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সুদীর্ঘ ছয় দশক ধরে রাজ্যে মুদ্রিত সংবাদপত্রের অন্যতম অগ্রণী ‘দৈনিক সংবাদ’ ত্রিপুরার প্রতিটি গৃহেই এক সুপরিচিত নাম। এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসংবাদিত নাম। তাঁর ক্ষুরধার, আপোষহীন সাংবাদিকতায় ভীত তদানিন্তন রাষ্ট্রশক্তি তাঁকে জরুরিকালে ১৮ মাস ১৯ দিন কারাবন্দী রাখে। এদিন তিনি আরও বলেন, বর্তমান সময়ে তাঁর সংস্থার উত্তরসূরি ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট’ সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে। আজ ওই ট্রাষ্ট কর্তৃক রাজ্যের ৩৫ জন মেধাবী, আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস্ অ্যাওয়ার্ড, ২০২৫ তুলে দেওয়া হয়েছে। আগামী দিনও তাদের এই কর্মসূচি জারি থাকবে বলে বিশ্বাস করেন তিনি। তাদের এই কর্মসূচি অন্যদেরও প্রেরনা জগাবে বলেও এদিন মনে করেন মুখ্যমন্ত্রী। 

    Akb tv news 

    28.06.2025

    3/related/default