আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সারা পৃথিবীতে বছরে দু’বেলা পেট ভরে খেতে পায় না ৭৯ কোটি মানুষ।। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    শুক্রবার নাগিছড়ায় সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা হলেন ধার্মিক। আর যারা মানুষের সেবা করেন তারা হলেন স্বয়ং ঈশ্বর। আমরা জানি সারা পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ আছে। আমাদের দেশে ১৪০ কোটির উপর মানুষ রয়েছে। ভারতে প্রায় ২৩ কোটি পরিবার রয়েছে, তবে একটু কম। সারা পৃথিবীতে বছরে দু’বেলা পেট ভরে খেতে পায় না ৭৯ কোটি মানুষ। এরমধ্যে ২৫ কোটি ৮০ লক্ষ মানুষের ঠিকমত অন্ন জুটে না। সারা পৃথিবীতে এখনো কিছু মানুষ না খেয়ে মারা যায়। বিশেষ করে সোমালিয়া, নাইজেরিয়া, ইথোপিয়া, ইমেন এই সমস্ত দেশে। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন কৃষিক্ষেত্রে ভারতবর্ষকে আধুনিক, সৃষ্টিশীল ও স্থিতিশীল পরিকল্পনায় এনে দেশকে বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা বলে তিনি জানান। কৃষি ভারতের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি বলে মন্ত্রী আরও জানান।  


    Akb tv news 

    13.06.2025 

    3/related/default