আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা রাজ্যের পুলিশের সামনে এটি একটি অগ্নি পরীক্ষা।। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    অতি সম্প্রতি দক্ষিন ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার মৃতদেহ উদ্ধার করা হয় গন্ডাছড়ায় একটি চায়ের দোকানের ফ্রিজ থেকে। শনিবার নিহতের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেখানে গিয়ে তিনি মৃতের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন ও শোক প্রকাশ করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, দক্ষিন ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামকে নৃশংসভাবে খুন করে তার দেহ গন্ডাছড়ায় এক চায়ের দোকানের ডিপ ফ্রিজে ঘুম করে রাখা হয়েছে। এধরনের ঘটনা রাজ্যে আগে আরও হয়েছে। ভালবাসা সম্পর্ক নিয়ে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে পুলিশ একটি পদক্ষেপ গ্রহন করেছে, আমরা তাতে সন্তুষ্ট। এই ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। মৃতদেহও উদ্ধার হয়েছে। তবে শুধু গ্রেফতার করলেই তো চলবে না, এদেরকে চরম শাস্তি দিতে হবে। যাতে একটা উদাহরন তৈরি করতে পারে। ত্রিপুরা রাজ্যের পুলিশের সামনে এটা একটি অগ্নি পরীক্ষা বলে তিনি জানান।


    Akb tv news 

    14.06.2025 

     


    3/related/default