নিজস্ব প্রতিনিধি,
জনগণনা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। দেশে দু’দফায় হবে জনগণনা।
সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল কেন্দ্র। জানা গিয়েছে, ২০২৬ সালের ১লা
অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং
উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। অন্যদিকে, ২০২৭ সালের ১লা মার্চ মধ্যরাত থেকে দেশের
বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা। জনগণনার প্রথম ধাপে
পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ-সুবিধা
সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় ‘হাউসলিস্টিং অপারেশন’। এবারের জনগণনা পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
তাই এই প্রথমবার জনগণ বাড়িতে বসেই প্রশ্নের উত্তর দিতে পারবে। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ ও সামাজিক সহ বিভিন্ন ব্যক্তিগত
তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় ‘পপুলেশন এনুমেরেশন’। এবার প্রথমবার
জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। এব্যাপারে গত মাসেই
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। তিনটি
বিষয়ের উপর জনগণনা হবে। এক, বাড়িতে ব্যক্তিসংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে
কতজন বসবাস করেন সেটা। অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কয়টি বাড়ি রয়েছে তাও
গণনার আওতায় আনা হবে। সেই সঙ্গে জাতি
জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা কংগ্রেস-সহ বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল।
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, জাতিগত জনগণনা অন্তর্ভুক্ত হওয়ার ফলে এবারের জনগণনা
প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হতে চলেছে।
Akb tv news
16.06.2025

