আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বামী নিখোঁজ, আমতলী থানার দ্বারস্থ স্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে আমতলী থানার দ্বারস্থ হলেন এক অসহায় গৃহবধূ। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকার বাসিন্দা দীনেশ দাসের ছেলে দীপক দাস আমতলী থানা এলাকার কাঠালতলির মায়া ব্যাকারীর সামনে থেকে গত সোমবার নিখোঁজ হয়ে যান। দীপক দাস   পেশায় গাড়ি চালক। তিনি ওই বেকারির গাড়ি চালক। জানা গেছে, এদিন সকালে দীপক বাড়ি থেকে বেকারিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। রাতে দীপক দাস বাড়িতে ফিরে না আসায় উনার পরিবারের লোকজনদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়। রাতভর দীপক দাসের সকল আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোন সন্ধান না পেয়ে নিখোঁজের স্ত্রী শ্রীনগর থানার দ্বারস্থ হয়। যেহেতু দীপক দাস আমতলী থানা এলাকার কাঠালতলী থেকে নিখোঁজ হয়েছে, তাই শ্রীনগর থানার পক্ষ থেকে দীপক দাসের স্ত্রীকে বলে দেওয়া হয় আমতলী থানায় বিষয়টি নিয়ে নিখোঁজ ডায়েরি করতে। অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ দীপক দাসের স্ত্রী আমতলী থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়রি করেন।দীপক দাসের পরিবারে রয়েছেন স্ত্রী, বৃদ্ধা মা-বাবা, এবং দুই পুত্র সন্তান। স্বামীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী।  

     

    Akb tv news 

    12.06.2025

     

    3/related/default