আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফ্লাওয়ার্স ক্লাবের দূর্গা পূজার থিম উদ্বোধন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।। AKB TV News

    আরশি কথা

     


    নিজস্ব প্রতিনিধি, 

    আসন্ন শারদীয় দূর্গোৎসব। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার বনেদি ক্লাব হিসেবে পরিচিত আগরতলা ফ্লাওয়ার্স ক্লাবের দূর্গা পূজার থিমের উদ্বোধন করেন সাংসদ রাজিব ভট্টাচার্য ও মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এবছর এই ক্লাবের পুজোর থিম ‘তিরুপতিতে মায়ের আগমন’। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ রাজিব ভট্টাচার্য সহ আরও অনেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, প্রতি বছরের মত এবছরও আগরতলা ফ্লাওয়ার্স ক্লাব শারদীয় দূর্গোৎসবে সামিল হয়েছে। দুর্গা পূজাকে সামনে রেখে তারা আজকে পূজার থিম উদ্বোধন করেছে। তিরুপতি মন্দিরের আদলে তারা আবার মণ্ডপ তৈরি করবে। ফ্লাওয়ার্স ক্লাব শুধু দুর্গা পুজা নয়, সারা বছরই নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদেরকে জড়িয়ে রাখে বলে তিনি জানান।   


    Akb tv news 

    26.06.2025

    3/related/default