নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার এক
অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ১২ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মাণে বাজেট ধরা হয়েছিল
১ কোটি ৬৬ লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা জেলার সমাহর্তা,জেলা
পুলিশ সুপার, শিক্ষা দপ্তরের অধিদপ্তর ও এলাকার বিধায়িকা সহ জেলা সভাধিপতি। পাকা ভবনের ১২টি কক্ষের
মধ্যে রয়েছে একটি লাইব্রেরি, প্রধান শিক্ষকের
কক্ষ, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, চারটি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ, একটি লেপ,
আর্টসের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ ও একটি কম্পিউটার রুম। তাছাড়া অন্যান্য সামগ্রীর
জন্য একটি রুম,লেডিস এবং জেনসের আলাদা টয়লেট। সর্বমোট ১২টি কক্ষ। অনুষ্ঠানে ভাষণ রাখতে
গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য উন্নয়নের জোয়ার চলছে। দেশের প্রধানমন্ত্রী
যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও রাজ্যকে আরো এগিয়ে নিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছি।
বিগত ২৫ বছরে যা হয়নি তা আমাদের সরকারের আমলে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি
জানান।মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষা দফতরে এখন পর্যন্ত যে
পাকা ভবন নির্মাণ করা হয়েছে, তাতে ব্যয় হয়েছে প্রায় ১৫৩ কোটি টাকারও বেশি। শুধু
তাই নয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুধু শিক্ষা দফতরে ৮০ কোটি ৮৭ লক্ষ টাকা রাজ্যের মোট
৩৪৬টি বিদ্যালয়ে পরিকাঠামো ও সংস্কারের জন্য ব্যয় করা হয়েছে বলে তিনি।
Akb tv news
26.06.2025