আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনীয়া আদালত ।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আকাশ নায়েক ভিলকে সোমবার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক তথা পক্সো আইনের বিশেষ বিচারক গোবিন্দ দাস। এরসঙ্গে ২০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়। ২০২৪ সালের ২৪শে জানুয়ারি বিকেলে বিলোনিয়া বড়পাথরী লক্ষীপুর এলাকায় সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে আকাশ নায়েক ভিল নামে ২৭ বছরের এক যুবক। এদিন বিকেলে ওই শিশু কন্যাটি পাশ্ববর্তী মহেশ্বর নায়েক ভিলের বাড়িতে খেলতে গেলে আকাশ তাকে মোবাইল দেখাবে বলে নিজের ঘরে ডেকে নেয় এবং সেখানেই সে তার পাশবিক লালসা চরিতার্থ করে। পরবর্তী সময়ে ছোট্ট শিশুটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার বাবা বিলোনিয়া মহিলা থানায় অভিযুক্ত আকাশ নায়েক ভিলের বিরুদ্ধে মামলা করেন।এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে এই মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ১৩ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট প্রেরণ করেন। আদালত এই মামলায় ১২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে পক্সো আইনের স্পেশাল বিচারক গোবিন্দ দাস অভিযুক্ত আকাশ নায়েক ভিলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা করেন সোমবার। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।

    Akb tv news 

    23.06.2025

    3/related/default