নিজস্ব প্রতিনিধি,
আগরতলায় যে সরকারি মহিলা মহাবিদ্যালয় রয়েছে, সেটাকে বিশ্ব বিদ্যালয়ে
উন্নীত করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা চলছে। সেব্যাপারে সোমবার সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওমেন্স ইউনিভার্সিটি যদি আমরা সেখানে করি, তাহলে
শিক্ষাক্ষেত্রে একটা উন্নয়ন হবে। তার পাশাপাশি রাজ্যের মহিলাদের উচ্চ শিক্ষার জন্য
বহিঃ অনেক ইউনিভার্সিটিতে যেতে হয়। এটা আমাদের বহু পুরনো কলেজ। ৬০ এর দশকে হয়েছিল।
তো সেটাকে যখন ইউনিভার্সিটি করব, স্বাভাবিক ভাবেই মহিলা ক্ষমতায়ন বাড়বে। তো এদের
জন্য সুবিধা হবে। ইউনিভার্সিটি হলে উচ্চ শিক্ষার জন্য অনেক সুবিধা হবে বলে তিনি জানান।
Akb tv news
23.06.2025