আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজনৈতিক খুন সরকারের চরম ব্যর্থতা ও লজ্জা ।। মন্ত্রী রতন লাল নাথ ।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি,

    রাজনৈতিক খুন সুস্থ গনতন্ত্রের জন্য শুভ নয়। রাজনৈতিক খুন সরকারের চরম ব্যর্থতা ও লজ্জা। আমরা যদি দেখি, আমাদের সরকার আসার আগে যারা ছিল তাদের সময়ে অসংখ্য রাজনৈতিক খুন হয়েছেন যা গোনে শেষ করা যাবে না। সে বিধায়ক মধুসুদন সাহা হোক, বাধারঘাটের স্বপন দাসই হোক, সে ধবল দেব, আগরতলা, দীপঙ্কর নাথ শর্মা, খোয়াই। আরও অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন বলে শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বহু রাজনৈতিক খুনের তথ্য ও তালিকা তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।


    Akb tv news 

    21.06.2025


    3/related/default