নিজস্ব প্রতিনিধি,
চুরি যাওয়া দুটি বাইক সহ তিন চোরকে আটক করেছে এন সিসি থানার পুলিশ। শনিবার
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও সুব্রত বর্মন।তিনি
বলেন, অভয়নগর বয়েজ হোস্টেল সংলগ্ন এলাকা থেকে সম্প্রতি একটি এনফিল্ড বাইক চুরি হয়ে
যায়। বাইকের মালিক রিপন চাকমা এন সি সি থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে
অভয়নগর ফাঁড়ি ও এন সি সি থানার পুলিশ তদন্তে নেমে শঙ্কর সরকার ওরফে কালু নামে এক চোরকে
মধুপুর এলাকা থেকে আটক করে। সঙ্গে সঙ্গে চুরি যাওয়া বাইকটির তথ্য সমস্ত থানায় পাঠালে
মধুপুর থানার পুলিশ বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। এরপর শঙ্করকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে
দু’জনকে আমরা আটক করতে সক্ষয় হই। তারা হল উত্তম দাস, বাড়ি মধুপুর ও শ্যামল নন্দী, বাড়ি
মধুপুর। ধৃতরা এর আগেও অনেক বাইক চুরির ঘটনার সঙ্গে যুক্ত বলে তিনি জানান।
Akb tv news
21.06.2025