আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিঁদুরেরই বদলা রক্ত।। আমেরিকায় দাঁড়িয়ে হুঙ্কার কংগ্রেস সাংসদ শশী থারুরের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    হিন্দু ধর্মে সিদুঁরের গুরুত্ব অনেক। হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পড়েন স্বামীর মঙ্গল কামনায়। এটি বৈবাহিক পবিত্রতার প্রতীক। কিন্তু জঙ্গিরা নৃশংসভাবে হিন্দু ধর্মের মহিলাদের কপাল থেকে তা মুছে দিয়েছে। তাই সিঁদুরেরই বদলা রক্ত। আমেরিকায় দাঁড়িয়ে এই হুঙ্কার দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক এবং বৈদেশিক নীতি পর্যবেক্ষকদের মুখোমুখি হয়ে থারুর বলেন, “আমি মনে করি আপারেশন সিঁদুর এই নামটির যথার্থতা রয়েছে। হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পড়েন। “হিন্দিতে একটি কথা রয়েছে – রক্তের বদলা রক্ত। কিন্তু এখানে সিঁদুরের বদলা রক্ত।”এরপরই ইসলামাবাদকে বিঁধে তিনি বলেন, “ভারত কেবল পাকিস্তানের ১১টি জঙ্গি ঘাঁটিতেই আঘাত হানেনি, বরং ইসলামাবাদ প্রকাশ্যে স্বীকার করেছে যে ভারতের প্রত্যাঘাত এতটাই জোরদার ছিল যে তার শব্দ দক্ষিণে হায়দরাবাদ থেকে উত্তর-পশ্চিমে পেশোয়ার পর্যন্ত শোনা গিয়েছিল।”

     

    Akb tv news 

    05.06.2025


    3/related/default