রবিবার রাতে রাজধানীর মসজিদ পট্টি এলাকায় কংগ্রেস দলের যুব নেতা শাজাহান ইসলামের বাড়িতে দুষ্কৃতিকারীরা বর্বরোচিত হামলা সংগঠিত করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি সামাজিক মাধ্যমে ঘটনাটি দেখেছি। গত শনিবার কংগ্রেস সমর্থক এক যুবক নাকি সামাজিক সামাজিক মাধ্যমে লাইভ করেছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেছে। তারই প্রতিবাদে রবিবার রাতে একদল দুষ্কৃতিকারি ওই যুবকের বাড়িতে হামলা সংগঠিত করেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ঘটনাস্থলে গেলেও সেখান থেকে কোন ক্রমে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে পুলিশের সহযোগিতায়। পুলিশ না থাকলে এদের উপরও আক্রমণ হত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এলাকায় এধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয় বলে বিরোধী দলনেতা জানান।
Akb tv news
09.06.2025