আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেক্সিকোর চিয়াপাসে ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান ।। মৃত তিন ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

     দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান। গত শুক্রবার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন আধিকারিকের। কীভাবে বিমানটি আচমকা ভেঙে পড়ল , তা এখনও স্পষ্ট জানা যায় নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, মেক্সিকো ও পার্শ্ববর্তী প্রদেশ গুলিতে বহুদিন ধরেই  ‘স্ক্রুওয়ার্ম’ নামে এক ধরণের পরজীবী মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। এই মাছিগুলি মূলত গবাদি পশুর শরীরে বাসা বাঁধে এবং রক্ত শোষণ করে। একটা সময় পর ওই গবাদি পশুদের মৃত্যু হয়। এই ‘স্ক্রুওয়ার্ম’-এর ফলেই মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার চাপেই সম্প্রতি ‘স্ক্রুওয়ার্ম’ দমন অভিযান শুরু করেছে মেক্সিকো।    


    Akb tv news 

    08.06.2025


    3/related/default