আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চা-শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি, 

    রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে মোহনপুর মহকুমার বামুটিয়া আরডি ব্লকের অধীন তুইফানিয়া লুঙ্গা চা এস্টেট জেবি স্কুলে Ot বরাদ্দ চা শ্রমিকদের জমির পাট্টা বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় পাট্টা বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা।এদিন সেখানে একটি প্রশাসনিক শিবির, বৃক্ষরোপণ ও রক্তদানের শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  তার ভাষণে বলেন, ২০২২ সালের ৮ই মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল চা-  বাগানের যে সকল শ্রমিক আছেন তাদের যাতে উন্নয়ন হয়। আমাদের এখানে মহিলারা, যারা চা-বাগানের সঙ্গে যুক্ত তাদের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ। রাজ্যের চা-শিল্প এক সময় রুগ্ন অবস্থায় দারিয়েছিল। ২০১৮ সালে সারা রাজ্যে চা-শিল্পের এই অবস্থা ছিল। ২০১৮ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা ভাবলাম যে এই চা-শিল্পকে আবার পুনরুদ্ধার করতে হবে। এখনো চা-শিল্পের উন্নয়ন আরও বাকি আছে বলে তিনি জানান।   

     

    Akb tv news 

    08.06.2025

     

    3/related/default