আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লাকি নম্বরই কেড়ে নিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীর প্রাণ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় একজন যাত্রী বাদে কেউ বাঁচেনি। বৃহস্পতিবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০-রও বেশি মানুষের। এখনও পর্যন্ত ২৬৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই অভিশপ্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীও। অদ্ভুত ব্যাপার হল, যে নম্বরকে আজীবন লাকি বলে মনে করেছিলেন বিজয় রুপাণী, সেই লাকি নম্বরই কেড়ে নিল তার প্রাণ। ১২০৬- গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে প্রাণে বিশ্বাস করতেন, এই সংখ্যাটি ‘লাকি’ তাঁর জন্য। কর্মজীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই নম্বরটিই তাঁর সঙ্গে জড়িয়ে ছিল কোনও না কোনও ভাবে। বিজয় রুপাণীর প্রথম যে স্কুটারটি ছিল, তাঁর নম্বর ছিল ১২০৬। এরপর যে অ্যাক্টিভা গাড়ি কেনেন, তাঁর নম্বর প্লেটেও এই নম্বরই ছিল। এমনকী, বাড়িরও ঠিকানাও  ১২০৬। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে গাড়িটি ব্যবহার করতেন, তার নম্বর প্লেটেও ১২০৬ লেখা ছিল। ভাগ্যের এমনই খেল যে, বিজয় রুপাণীর বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানে যাওয়ার কথাই ছিল না। গত ৫ই জুন লন্ডনে স্ত্রী-মেয়ের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু লুধিয়ানা পশ্চিমের উপনির্বাচন নিয়ে কাজে ব্যস্ত থাকায় ভ্রমণের প্ল্যান পিছিয়ে দেন তিনি। ১২০৬ যেহেতু লাকি নম্বর, তাই ১২ই জুন, যা সংখ্যায় লিখতে গেলে ১২/০৬ হয়, তাই সেই দিনেই বিমানের টিকিট কেটেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই বিমানই মৃত্যু ডেকে আনল তাঁর। রুপাণীর বাড়ির বাইরে এখনও দাঁড়িয়ে রয়েছে তাঁর গাড়ি। সেখানে জ্বলজ্বল করছে ১২০৬ নম্বরটি। তবে নম্বরটি জ্বলজ্বল করলেও সেই গাড়ির মালিক আর ফিরে আসবেন না।    

     

    Akb tv news 

    13.06.2025 

     


    3/related/default