আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বুধবার জগন্নাথের স্নানযাত্রা উৎসব। প্রতি বছরের মত এবছরও রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মহা সমারোহে। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ১০৮ কলসি জল ঢেলে স্নান করানো হয়। সেই কারণে এই দিনটিকে দেবস্নান পূর্ণিমাও বলা হয়ে থাকে। তারপর জ্বর আসে তিন ভাই-বোনের।এই সময় তাঁদের ১৫ দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়।১৫ দিনের ঘরবন্দি দশা কাটিয়ে সুস্থ হয়ে উঠে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। জগন্নাথের স্নান যাত্রার ১৫ দিন পরে অনুষ্ঠিত হবে রথযাত্রা। আগামী ২৭শে জুন পালিত হবে রথযাত্রা।জগন্নাথের স্নানযাত্রাকে কেন্দ্র করে এদিন সকালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দিনভর চলে এই অনুষ্ঠান। এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়।


    Akb tv news 

    11.06.2025


    3/related/default