Type Here to Get Search Results !

চলতি সপ্তাহে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর অনেকটা সময় কেটে গিয়েছে। গত ২২শে এপ্রিল জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছিল। এবার কাশ্মীরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি সপ্তাহেই  শ্রীনগর-কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ১৯শে এপ্রিল  এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল করা হয়। তার  তিনদিন পরই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে পহেলগামে।দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে  চলেছে কাশ্মীর উপত্যকা। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। গত ১৯শে  এপ্রিল এই রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয়। রেলের তরফে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উল্লেখ্য, পহেলগাম হামলার কয়েকদিন পর  একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়েছে, পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিল। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে হোটেলে আশ্রয় নেওয়া পর্যটকদের উপর এই হামলা হতে পারে। সেইমত ওই অঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করা হয়। 


Akb tv news 

03.06.2025


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.