আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এসডিজি ইনডেক্স ২০২৩-২৪”–এ ত্রিপুরার ৩টি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।। মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    এসডিজি ইনডেক্স ২০২৩-২৪”–এ ত্রিপুরা রাজ্যের ৩টি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এদিন সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এসডিজি ইনডেক্স ২০২৩-২৪”–এ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার ৩টি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নীতি আয়োগের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গোমতী, পশ্চিম ও দক্ষিণ জেলা যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্থানে অবস্থান করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাছাড়া, রাজ্যের সবকটি জেলা “ফ্রট রানার” শ্রেণিতে স্থান পাওয়ায় বিশ্লেষকরা আশাবাদী যে, ত্রিপুরা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলি পূরণ করতে সক্ষম হবে।

    Akb tv news 

    08.07.2025

    3/related/default