নিজস্ব প্রতিনিধি,
ডিজিটাল স্মার্ট মিটার বাতিলের দাবিতে রাজ্যজুরে আন্দোলন শুরু হয়েছে। এই দাবিতে রবিবার ধর্মনগরের পর সোমবার উদয়পুর রাজধ্বনগর রাস্তা অবরোধ করে এলাকার লোকজন। সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসছে গ্রাহকদের। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের জন্য নাজেহাল পরিস্থিতির শিকার গ্ৰাহকরা। গত কয়েকদিন ধরে এই নিয়ে গ্ৰাহকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা বিদ্যুৎ অফিসে গিয়ে এই ব্যাপারে অভিযোগ জানালেও সঠিক উত্তর দিতে পারছেন না বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা।তাই অস্বাভাবিক বিদ্যুৎ কেন আসছে এবং নতুন যে স্মাট মিটার লাগানো হয়েছে তা বাতিল করার দাবি জানিয়ে সোমবার উদয়পুর রাজধ্বনগর রাস্তা অবরোধে বসেন এলাকার লোকজন। এরফলে উদয়পুর - কাকড়াবন রাস্তার দু’দিকে আটকে পড়ে প্রচুর যানবাহন।খবর পেয়ে কাঁকড়াবন থানার পুলিশ ও উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতল মজুমদার অবরোধস্থলে যান।পুলিশ ও পুরপিতা রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধ কারীদের সাথে কথা বলেন। কিন্তু অবরোধ কারিদের বক্তব্য নতুন ডিজিটাল স্মার্ট মিটার বাড়ি ঘর থেকে তুলে নিয়ে আগের মিটার বসাতে হবে। তাদের এই দাবি না মানা হলে রাস্তা অবরোধ জারি থাকবে বলে হুশিয়ারি দেয় অবরোধকারিরা। বহু তৎপরতার পর অবশেষে অবরোধ মুক্ত হয় সড়ক।
Akb tv news
07.07.2025