Type Here to Get Search Results !

দেশের উন্নতি করতে হলে আগে সমাজের পিছিয়ে পড়া বর্গের উন্নয়ন করতে হবে।। মুখ্যমন্ত্রী।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি, 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে জনজাতি অংশের গৌরব বৃদ্ধিতে একাধিক প্রকল্প ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মশতবর্ষ উপলক্ষ্যে জনজাতীয় গৌরব বর্ষ উৎযাপনের অঙ্গ হিসেবে পক্ষকাল ব্যাপি ধরতি আবা জনভাগিদারী অভিযান সংগঠিত করা হচ্ছে। এই অভিযানেরই অঙ্গ হিসেবে সোমবার বেলবাড়ী ব্লকের গোবিন্দ কমিউনিটি হলে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, উপজাতি কল্যান দফতরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা ও পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার বলছেন সমাজে পিছিয়ে পড়া যে বর্গ আছে তাদের উন্নয়ন যদি না হয় তাহলে কোন অবস্থায় দেশ উন্নয়ন হবে না। আমাদের দেশে প্রায় সাতশ জনজাতি গোষ্ঠী রয়েছে, তাদের উন্নয়নে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। তাদের কল্যানে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

Akb tv news 

14.07.2025