নিজস্ব প্রতিনিধি,
রাজধানীকে জলমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য বজায় রাখার লক্ষ্যে আগরতলা পুর
নিগম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শুক্রবার
রাজধানীর কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত পরিদর্শন করেন পুর নিগমের মেয়র
দীপক মজুমদার lপরিদর্শনে গিয়ে এমনটাই বলেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়রের
সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। মেয়র বলেন,
রাস্তার দুই পাশে ড্রেন নির্মান করতে গিয়ে অনেকের অভিযোগ ছিল। সরকারি এবং খাস জমিতে
ড্রেন নির্মাণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে ক্ষতিপূরণ দেওয়া
ছাড়াই ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও ড্রেন নির্মানের কাজ শুরু করেছে। এই বিষয়ে আইন
অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন মেয়র।
Akb tv news
25.07.2025