আগস্ট থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করবে নির্বাচন কমিশন।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি,

সম্ভবত আগামী আগস্ট মাস থেকেই পশ্চিম বাংলায় ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা বা  স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ শুরু করবে দেশের নির্বাচন কমিশন। প্রসঙ্গত, শেষ বার বাংলায় ২০০২ সালে এই তালিকা যাচাইয়ের কাজ করেছিল কমিশন। এরপর কেটে গিয়েছে কয়েক দশক।ফের একবার নিবিড়় সমীক্ষা নিয়ে সরব হল নির্বাচন কমিশন। কিন্তু হঠাৎ করেই দশক আগে হওয়া সমীক্ষার কাজ করতে ফের কেন তৎপর হল নির্বাচন কমিশন? সম্প্রতি কালে মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচনের পর ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ তোলে দেশের বিরোধী শিবির। বাংলাতেও ওঠে ভূতুরে ভোটার তত্ত্ব। তাই সেই সকল অভিযোগের কথা মাথায় রেখেই স্বচ্ছ ভাবে নির্বাচন করাতে সমীক্ষায় জোর দিচ্ছে নির্বাচন কমিশন। 

Akb tv news 

03.07.2025


3/related/default