নিজস্ব প্রতিনিধি,
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রবিবার
পর পর দু’বার কেঁপে উঠে রাশিয়ার মাটি। প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়া জোড়া ভূমিকম্পের
পর সুনামি জারি করা হয়েছে। দু’টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল
৭ দশমিক ৪ মাত্রার। মাত্র আধ ঘণ্টার মধ্যে পর পর দু’টি ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের তীব্রতা থিল ৬.৭। পরের ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪।
এই দু’টি ভূমিকম্পের পরই জার্মানির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা প্রশান্ত মহাসাগরের
উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে।
Akb tv news
20.07.2025