Type Here to Get Search Results !

বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযান করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি, 

বুধবার সকালে রাজধানীর বনমালীপুর ২৫ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযান করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় l অভিযানে গিয়ে স্মার্ট মিটার, বিদ্যুৎ বিল, পানীয় জলের ট্যাক্স বৃদ্ধি নিয়ে সরব হন তিনি l এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, বিদ্যুৎ বিল , জলের ট্যাক্স বৃদ্ধি বন্ধ করতে হবে l পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি কেন হচ্ছে তার জবাব এই সরকারকে দিতে হবে l তারা যদি মনে করে যে কংগ্রেসকে দাবিয়ে রাখবে, তাহলে মনে রাখতে হবে যে সরকার কিন্তু চিরদিন থাকে না l আপনারা মনে রাখবেন স্বাস্থ্য, অর্থ ও ক্ষমতা কিন্তু সব সময় থাকে না বলে তিনি জানান l তাই এব্যাপারে মুখ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক গোপাল চন্দ্র রায় l

Akb tv news 

16.07.2025