নিজস্ব প্রতিনিধি,
বুধবার সকালে রাজধানীর বনমালীপুর ২৫ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযান
করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় l অভিযানে গিয়ে স্মার্ট মিটার, বিদ্যুৎ বিল,
পানীয় জলের ট্যাক্স বৃদ্ধি নিয়ে সরব হন তিনি l এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে
বিধায়ক বলেন, বিদ্যুৎ বিল , জলের ট্যাক্স বৃদ্ধি বন্ধ করতে হবে l পাশাপাশি দ্রব্যমূল্য
বৃদ্ধি কেন হচ্ছে তার জবাব এই সরকারকে দিতে হবে l তারা যদি মনে করে যে কংগ্রেসকে দাবিয়ে
রাখবে, তাহলে মনে রাখতে হবে যে সরকার কিন্তু চিরদিন থাকে না l আপনারা মনে রাখবেন স্বাস্থ্য,
অর্থ ও ক্ষমতা কিন্তু সব সময় থাকে না বলে তিনি জানান l তাই এব্যাপারে মুখ্যমন্ত্রীকে
কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক গোপাল চন্দ্র রায় l
Akb tv news
16.07.2025