নিজস্ব প্রতিনিধি,
ত্রিপুরা মেডিকেল কলেজ ও নার্সিং কর্মচারী সংঘের পক্ষ থেকে হাপানিয়াস্থিত কমিউনিটি হলে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, হাসপাতাল সুপার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। এদিন মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রী সমীপেষু’র কথা উঠে এসে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক বেশির ভাগই স্বাস্থ্য সমস্যা নিয়ে আসেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন কয়েক দশক ধরে স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজরই দেওয়া হয় নি। সাধারন মানুষের কি সমস্যা সে দিকে নজর দেওয়া হয় নি। শুধু মাত্র করার জন্য করা এর বাইরে কিছুই হয় নি। চিকিৎসা পরিকাঠামোর উন্নতির দিকেও নজর দিতে হবে। রাজ্যের এ জি এম সি তে এখন নয়টি বিভাগে সুপার স্পেশালিটি করা হয়েছে। টি এম সি তে এখন পেডিট্রিয়াটিক বিভাগে জটিল অপারেশন করা হচ্ছে। এ দিকগুলি সাধারন মানুষের অনেকেরই জানা নেই। এদিকগুলি জানতে হবে। কর্পোরেট স্টাইলে রাজ্য সরকার এখন সুপার স্পেশালিটি ক্ষেত্রকে উন্নত করার চেষ্টা করছে বলে জানান তিনি। যাতে রাজ্যের সাধারন লোকদের বিশ্বাস আরও বৃদ্ধি পায়।
Akb tv news
31.07.2025