আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বোধজংনগরে ১৩২ কে ভি নতুন ট্রান্সমিশন বিদ্যুৎ লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    আধুনিক প্রযুক্তির ছোঁয়া নতুন আস্থার আলো দেখালেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ । বোধজংনগরে সোমবার ১৩২ কে ভি নতুন ট্রান্সমিশন বিদ্যুৎ লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এদিন আমবাসা থেকে মনু হয়ে পি কে বাড়ি , বোধজংনগর থেকে  সূর্যমনিনগর এবং সূর্যমনি নগর থেকে বোধজংনগর  এ রুপ মোট ৯ টি ১৩২ কে ভি নতুন ট্রান্সমিশন বিদ্যুৎ লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় আনুষ্ঠানিক ভাবে। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ , এলাকার বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে ভিত্তি  প্রস্তরের উদ্বোধন করে মন্ত্রী রতন লাল নাথ তার বক্তব্যে উল্লেখ করেন যে বর্তমানে বিদ্যুতের যে চাহিদা রয়েছে আগামী দশ বছর পর এই চাহিদা আরও বেড়ে যাবে। সে দিকে চিন্তা করে বিদ্যুৎ সরবরাহে যাতে কোন ব্যাঘাত না ঘটে তার জন্য নতুন করে বিদ্যুৎ পরিবাহী  পরিকাঠামোকে আগে থেকেই সম্পূর্ণ রুপে তৈরি করা হচ্ছে। যদিও তা সম্পূর্ণ হতে প্রায় ১ বছর সময় লেগে যাবে, তথাপি এখন থেকেই এই কাজ করা হলে ভবিষ্যতে আর সমস্যা হবে না । 







    Akb tv news 
    25.08.2025

    • নবীনতর

      বোধজংনগরে ১৩২ কে ভি নতুন ট্রান্সমিশন বিদ্যুৎ লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ll AKB TV News

    3/related/default